এই ধরণী ঐ নীল আসমান
গান: এই ধরণী ঐ নীল আসমানকথা ও সুর: নিয়াজ মাখদুম এই ধরণী ঐ নীল আসমাননদীর কলতানসবাই গাহে নিরবধিতোমার প্রেমের গান ॥ সাঁঝ সকালে পাখিরা সবজপে তোমার নামঝর্ণা ঝরে তোমার নামেনিত্য অবিরামসাগর ঢেউয়ের মাঝে শুনিতোমার গুণগান ॥ কোকিল ডাকে কুহুকুহুমনের হরষেতোমারই নাম শুনি প্রভুমৃদু বাতাসেভ্রমর বলে গুনগুনিয়েতুমি মহীয়ান ॥
এই ধরণী ঐ নীল আসমান লিরিক্স এবং টিউন