স্বপ্ন ডানা (সাইমুম- ৪৭)

তাকবীর তোল এক আল্লাহর নামে

গান: তাকবীর তোল এক আল্লাহর নামেকথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী তাকবীর তোল এক আল্লাহর নামেযিনি রহমানতারিফ কর গুনগুন গুঞ্জরণেসঁপে মন ও প্রাণআল্লাহু আল্লাহু আল্লাহ সুর তোল কলতানতাঁর নামে, কার নামেপ্রাণ কর আহ্বানতাঁর নামে, কার নামেযে নামে আছে যাদুযে নামে আছে মধুযে নামে এই না ধরাপাগলপারাআল্লাহু আল্লাহু আল্লাহ নেয়ামাত ভরে যায়তাঁর দানে কার দানেদিনে আলো […]

তাকবীর তোল এক আল্লাহর নামে লিরিক্স এবং টিউন

কল কল করে রূপের নদী

গান: কল কল করে রূপের নদীকথা ও সুর: ইলিয়াস হুসাইন কল কল করে রূপের নদীছন্দে বয়ে চলেপাল তুলিয়া নৌকার মাঝিসুর তোলে তার গলে। এমন রূপের দেশটি কোথাও পাবেসোনার ধানের পরশ পেলেপ্রাণ জুড়িয়ে যাবেআমার দেশের আকাশ পানেলক্ষ তারা জ্বলে। যখন তুমি দেখবে মায়ের হাসিতাহার মুখে ঝরছে যেনমুক্তা রাশি রাশিসোনার দেশে দেখি মোরাভরা ফুলে ফলে।

কল কল করে রূপের নদী লিরিক্স এবং টিউন

বাগানের ফুলগুলো প্রভুর নামে

গান: বাগানের ফুলগুলো প্রভুর নামেকথা: নাজমুস সাদাতসুর: ইকবাল হুসাইনবাগানের ফুলগুলো প্রভুর নামেমেলে দিল এক দিন পাখাপ্রজাপতি হয়ে তারা উড়ে বনে বনেস্বপ্ন ডানায় ছবি আঁকাপ্রভুর স্মরণে মাঝে স্বপ্ন পূরণপ্রভুর স্মরণে তাই থাকা ও ও ওস্বপ্ন ডানায় ছবি আঁকা সাগরের ঢেউ তোলা উত্তাল পানিরবের জিকির করে যায়মেঘ হয়ে অবশেষে উড়ে আকাশেরিমঝিম বৃষ্টি ঝরায়রবের জিকির মাঝে সান্তনা সুখরবের

বাগানের ফুলগুলো প্রভুর নামে লিরিক্স এবং টিউন

মিথ্যা বলা পাপ

গান: মিথ্যা বলা পাপকথা ও সুর: মতিউর রহমান মল্লিক মিথ্যা কথায় বিপদ অনেকমিথ্যা অভিশাপ। এক যে ছিল রাখাল ছেলেকথায় ছিল ফাঁকিবাঘ এসেছে বাঘ এসেছেকরতো ডাকা ডাকিগাঁয়ের লোকে আসতো ছুটেদেখতো সাবাই ফাঁকি। এক সকালে বাঘটা দিল পশুর পালে হানাকরলো সাবার মহিষ গরু দুম্বা ছাগল ছানা। রাখাল ছেলে জোরসে চলেবাঁচাও বাঁচাও বলেশরকি নিয়ে কেউ এলো নাআর তো

মিথ্যা বলা পাপ লিরিক্স এবং টিউন

একটি দেশের গল্প বলি শোন

গান: একটি দেশের গল্প বলি শোনকথা ও সুর: ইলিয়াস হুসাইন একটি দেশের গল্প বলি শোনযেথা সোনার ফসল ফলেঝিকি মিকি তারা জলেসে কি তোমরা জানো? ঐ দেখা যায় রূপের নদীবইছে নিরবধিছন্দে তারি কত মায়ানেই কোন যার গতিমুয়াজ্জিনের আজান শুনেযায় ভরে যায় প্রাণও। ঐ শোনা যায় পাখির কূজনডাকছে আপন মনেপ্রভু নামে করছে জিকিরঐ না হিজল বনেমায়ের মুখের

একটি দেশের গল্প বলি শোন লিরিক্স এবং টিউন

ফুল বাগানে ফুটলো রে ফুল

গান: ফুল বাগানে ফুটলো রে ফুলকথা: সোহাগ চৌধুরীসুর: সোহাইল আহমদ খান ফুল বাগানে ফুটলো রে ফুলপাখি ডাকে ডালে রেদিন বদলের গান শুনিয়েএইতো বৈশাখ এলো রে। রূপ লাবণ্যের ঝিলিক দেখোআজ প্রকৃতিতেসেই খুশিতে মাতলো রে মনসুর সংগীতেআলো আশার স্বপ্নগুলোআলতো ছুঁয়ে গেল রেএইতো বৈশাখ এলো রে। নব তারুণ্যের প্রদীপ জেলেআজ ধমনিতেসুখ কুড়াতে ছুটবো রে সবদিক দিগন্তেভালবাসার ঘূর্ণিঝড়েভাঙ্গতে হবে

ফুল বাগানে ফুটলো রে ফুল লিরিক্স এবং টিউন

মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি

গান: মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচিকথা: নবকৃষ্ণ ভট্টাচার্য্যসুর: সংগ্রহ মৌমাছি মৌমাছিকোথা যাও নাচি নাচিদাঁড়াও না একবার ভাইঐ ফুল ফোটে বনেযাই মধু আহরণেদাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখিকিচি মিচি ডাকি ডাকিকোথা যাও বলে যাও শুনিএখন না কবো কথাআনিয়াছি তৃণলতাআপনার বাসা আগে বুনি। পিঁপীলিকা পিঁপীলিকাদলবল ছাড়ি একাকোথা যাও যাও ভাই বলিশীতের সঞ্চয় চাইখাদ্য খুঁজিতেছি

মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি লিরিক্স এবং টিউন

আকাশ বাতাস নদী

গান: আকাশ বাতাস নদীকথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী আকাশ বাতাস নদীবয়ে চলে নিরবধিপাখি গায় গান আল্লাহ মহানআল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান। নীল ঢেউ ভেসে যায় দূর গগনেস্রাতোস্বিনী বয়ে যায় সাগর পানেএতো যে মহিমা বল, কে করেছে দানআল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান। কোকিলে ডেকে ডেকে কী যে বলেপ্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলেঅপরূপ ডানা তার কে করেছে

আকাশ বাতাস নদী লিরিক্স এবং টিউন

আমার যে কথা কাজে সবাই খুশি

গান: আমার যে কথা কাজে সবাই খুশিকথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী আমার যে কথা কাজে সবাই খুশিখুশি যদি তাতে না হয় পরোয়ারবিফল হবে সেই কাজ আমারআর যদি সকলে হয় গো বেজারতবু যদি প্রিয় হয় সে কাজ খোদারসফল হবেই হবে জীবন আমারআল্লাহ তুমি যে কাজে খুশি হওআমার দৃঢ়তা সে কাজে বাড়াও। ঈমান তো আনেনি তোমার

আমার যে কথা কাজে সবাই খুশি লিরিক্স এবং টিউন