আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
গান: আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহুকথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহুতুমি ভিতরে বাহিরেকাছে কিবা দূরেআছো সব মানুষের অন্তরে ॥ গাও গেরাম আর শহরেআমির ফকির সব ঘরেরাখো চোখে চোখে সব বান্দারে ॥ চোখের জলে চায় যারাসঙ্গে সঙ্গে দাও সাড়াদিনের আলোয় কি রাতের আন্ধারে ॥ তোমার ছায়া সবখানেমায়া তোমার সব প্রাণেতোমার নাই তুলনা এই …