হাজার ব্যথা বেদনার পরে
গান: হাজার ব্যথা বেদনার পরেকথা ও সুর: নিয়াজ মাখদুম হাজার ব্যথা বেদনার পরেফিরে আসনি তুমি আপন ঘরেদীনের আলো তুমি ছড়িয়ে দিতেছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়েহে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ॥ খেয়ে না খেয়ে দীন প্রচারের কাজেনিজেকে দিয়েছ বিলিয়েতায়েফের কাফেরেরা চিনলো না এ আলোদুষ্টু ছেলেদের পিছু দিলো লেলিয়েপাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়েসারা শরীর থেকে …