ঝরনার পাশে দাঁড়ালে
গান: ঝরনার পাশে দাঁড়ালেকথা: আবু তাহের বেলালসুর: হাসিনুর রব মানু রহীম করিম অশেষ অসীমআমার প্রভু তুমি দয়াময়ঝরনার পাশে দাঁড়ালেজোসনার দিকে তাকালেতোমার কথা মনে হয়পাংশু মেঘের আড়ালেঐ চাঁদ তারা হারালেতোমার কথা মনে হয় ॥ তোমার দানের নেই তুলনাতোমার দয়ার নেই উপমাএই পৃথিবী আকাশ মাটিতোমার প্রেমে পায় সুষমাতোমার নূরে দীপ জ্বালিয়েকরলে জাহান আলোময় ॥ তোমার কথায় বৃষ্টি …