উঠলো গেয়ে বুলবুলি (সাইমুম-১৪)

নিত্য যেথায় সূর্য ওঠে সেথায় সবে চল

গান: নিত্য যেথায় সূর্য ওঠে সেথায় সবে চলকথা ও সুর: সংগ্রহ নিত্য যেথায় সূর্য ওঠে সেথায় সবে চলছায়া ঘেরা মায়া ভরা সুখের কথা বল ॥ নিত্য যেথায় কচিকাঁচা খেলে কানামাছিদারিয়াবান্ধা গোল্লাছুট আজর দুয়ার বৌঝিঝুর ঝুর ঝুর ঝুর মিষ্টি বায় মনটা শীতল করে দেয়আঁধার কালো নেই যেখানে জ্বলে হেরার আলো ॥ নিত্য যেথায় ভোরের পাখি গায় […]

নিত্য যেথায় সূর্য ওঠে সেথায় সবে চল লিরিক্স এবং টিউন

নবী এলেন উঠলো গেয়ে

গান: নবী এলেন উঠলো গেয়েকথা ও সুর: আবদুল লতিফ নবী এলেন উঠলো গেয়েবনের যত বুলবুলিনবীর নামে উঠলো হেসেডালে ডালে ফুলগুলি ॥ এলেন নবী এই দুনিয়ায়লাগল রে রং লতায় পাতায়অন্ধযুগের গেল যে তাইবন্ধ ঘরের দ্বারগুলি ॥ নবীর নামে সাগর গাঙে বান ডেকেছে ওইখুশির ধারায় পাহাড় বেয়ে ঝরনা ঝরে ওই ॥ এলেন নবী শান্তি এলোসব শিশুরা বন্ধু

নবী এলেন উঠলো গেয়ে লিরিক্স এবং টিউন