তুমি কত সুন্দর কী করে বোঝাই
গান: তুমি কত সুন্দর কী করে বোঝাইকথা: জাকির আবু জাফরসুর: লিটন হাফিজ চৌধুরী তুমি কত সুন্দর কী করে বোঝাইকোন ভাষা পাই না খুঁজেতোমার তুলনা তুমি নিজে ॥ বেকারার প্রজাপতি গোলাপের মুখেকী করে দোলায় পাখা বুক ভরা সুখেকোন সুখে এত সুখী বুঝে আসে না যে ॥ গভীর রজনী ভরা আকাশের তারাকার প্রেমে জেগে জেগে হয় দিশেহারাতোমার …