গান: চল চল চল রে চল
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

চল চল চল রে চল
জেহাদের ময়দানে
চল চল ছুটে চল
মুক্তির সন্ধানে ॥

চল চল ছুটে চল
পিছুটানা শৃঙ্খল ছিঁড়ে চল
সামনের গিরি বাধা ভেঙ্গে ফেল
দে দে সাড়া দে
কুরআনের আহ্বানে ॥

চল চল ছুটে চল
জেগে উঠ আল্লাহর সেনা দল
মৃত্যুকে নির্মম পায়ে দল
জঞ্জাল পিষে চল, পিষে চল
চঞ্চল প্রাণপনে ॥

চল চল ছুটে চল
হিম শীতল রক্তের মূল্য নেই
কাপুরুষ কম্পিতের মূল্য নেই
শার্দুল দেয় সাড়া, সাড়া দেয়
মুক্তির পয়গামে ॥

চল চল ছুটে চল
মালেকের অগ্নিগিরি ছুটবে যে
দে দে জ্বালা মুখ খুলে দে
যাক যাক ছড়িয়ে ছড়িয়ে
সে আগুন সবখানে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *