গান: চলে যাই, আবারো আসবো ফিরে
কথা: আবদুল মান্নান তালিব
সুর: আবু মুস্তাফিজ
চলে যাই, আবারো আসবো ফিরে
তোমার ওই শান্তি-নীড়ে
সারাটা হৃদয় জুড়ে বাজিয়ে তোমার বীণ
ও আমার ফিলিস্তিন ॥
আমি তো আসতে চাই
তোমাকে দেখতে চাই
স্বাধীন এক আকাশ তলে
বাজিয়ে তোমার বীণ ॥
হৃদয়ে দিলো ব্যথা ভাইদের ঐক্যহীনতা
উম্মাতে মুসলিমার একি আচরণ ॥
আবারও আসবো ফিরে
যখনও তোমাকে ঘিরে
বিশ্বের যতো মুসলিম
জাগবে ফিরবে সুদিন ॥