গান: ঢেউয়ের পরে ঢেউ সাজানো | Dheuer Pore Dheu Sajano
কথা: নুরুজ্জামান ফিরোজ
সুর: মশিউর রহমান


ঢেউয়ের পরে ঢেউ সাজানো
ঢেউয়ের তালে গান
সাগর নদীর ঢেউ বলে
আল্লাহ মেহেরবান ॥

চোখের পাতা ভিজিয়ে পাহাড়
সারাটা ক্ষণ কাঁদে
শন শন শন শন বাতাস বহে
তার নামে সুর বাঁধে
মাঠ ভরা ওই সোনার ফসল
সবই যে তার দান ॥

আকাশ ভরা চন্দ্র তারা
মেঘের ভেলা ভাসে
খুব সকালে পূব আকাশে
সূর্য মামা হাসে
যে দিকে চাই সে দিকে তার
দয়া অফুরান ॥

#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে  #সাইমুম ৩৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *