গান: দিন এলো আবার
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

দিন এলো আবার
রক্ত ঝরাবার
জীবন দিয়ে শহীদ হয়ে
বিজয় নিশান উড়াবার ॥

বেদনায় শত পথ মাড়িয়ে
পীচঢালা কালো পথ রাঙিয়ে
জীবনের দামে দামে
নিঃশেষ করে আজ কুফুরি
কুফুরির শেষ কারাগার ॥

খুন ঝরলেই উর্বর হয় জমিন
মনের জমিন
মানুষের ক্ষোভ উত্থিত হয়
লাভা-স্রোতে চিরদিন।

হতাশার ইতিহাস তাড়িয়ে
আগামীর দিকে হাত বাড়িয়ে
আলোকের ধাপে ধাপে শুধু তাই
উঠে যাই দু’পায়ে
দু’পায়ে পিশে আধিয়ার ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *