গান: দো-দীল বান্দা কলমা চোর
কথা ও সুর: আবুল কাশেম

দো-দীল বান্দা কলমা চোর
না পায় শ্বশান না পায় গোর
দিন থাকিতে আয় রে পথে
ছাইড়া দে ভণ্ডামী ॥

নামাজ কালাম পড়ে না
ইবলিস শয়তানের নানা
মইরা গেলে স্ব-সম্মানে
খাইবা রসের গুতানী ॥

ফেন্সিডিলের দিওয়ানা
হিরোইন খোর ষোলআানা
ছাত্র যুবক ধ্বংস কইরা
করছে দাদার গোলামী ॥

মক্কা মসকো বলে সমান
পইতা মারকা মুসলমান
মাথা মুণ্ডুক বন্ধক দিয়া
কয়দিন খাইবা বিরানী ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *