গান: দশ বছরের একটি কিশোর
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
দশ বছরের একটি কিশোর
আহা কত তীক্ষ্ণ বুদ্ধি তার
সেই বয়সেই আনলো ঈমান
নেই নেই সাহসের নেই জুড়ি যার ॥
রাসূলের সঙ্গ পেয়ে সে ছেলে
আগুনের মতো যেন উঠলো জ্বলে
নাম শুনলেই আজও বেঈমান
ভয়ে ডরে শংকায় কাঁপে থর থর ॥
মহাবীর যোদ্ধা শেরে খোদা নাম
কুরআনের শিক্ষায় পেলো এত দাম
সেই হযরত আলী হায়দার
আমাদের মাঝে যেন আসে বারে বার ॥