দুনিয়াটা দুদিনের | Duniyata Dudiner
কথা: রাকিবুল হাসান রাশেদ
সুর: শফিক আদনান
দুনিয়াটা দু’দিনের ভাবের কারখানা
মন মহাজন চালান বসে
সব সময় হিসাব কষে
চালান তিনি ইচ্ছামত
মনের মানা মানে না ॥
কত কিছু এলো গেলো
এই কারখানায়
ক্যামনে চালায় যন্ত্রপাতি
বোঝার উপায় নাই
আজব যন্ত্র আজো যে তার
কিছুই বুঝলো না ॥
আইছো ভবে যাইবা কবে
কেউ তো জানো না
সময় থাকতে তার ডাকেতে
সাড়া দিলা না
গেলে সময় মনে রাইখো
ফিরা পাইবা না ॥
#Mon Mohajon #Saimum 50 #মন মহাজন #সাইমুম ৫০