গান: দূর আরবের স্বপন দেখি | Dur Arober Sopon Dekhi
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে
বেহুঁশ হয়ে চলছি যেন কেঁদে কেঁদে কাবার পথে ॥
হায় গো খোদা কেন মোরে পাঠাইলে হায় কাঙাল করে
যেতে নারি প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে ॥
স্বপনে শুনি নিতুই রাতে যেন কাবার মিনার হতে
কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে ॥
ইয়া ইলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে
গরিব হলে হবো কি নিরাশ মদিনা দেখার নেয়ামতে ॥
#Amra sei se jati #Saimum 44 #আমরা সেই সে জাতি #সাইমুম ৪৪