গান: দূষিত পানিতে যেমন
কথা ও সুর: আবুল কাশেম
দূষিত পানিতে যেমন
নানান রোগ জীবাণু ছড়ায়
এইডস রোগও তেমনি ছড়ায়
নগ্নতা বেহায়াপনায়
সবাই এইডস ঠেকাও জীবন বাঁচাও
অপসংস্কৃতি ঠেকাও জীবন বাঁচাও
দেশ বাঁচাও ॥
উলঙ্গপনা সে তো মানুষের কাজ নয়
লজ্জাহীন এই পশুকর্মে এইডস রোগ হয়
অশ্লীল নাচ গান ছায়াছবি
এইডস রোগের জীবাণু সবই
এই জীবাণু ধ্বংস করো
যদি প্রাণে বাঁচতে চাও ॥
আধুনিক আর আধুনিকা যতই সাজো ভাই
পইরো নাকো অপসংস্কৃতির নর্দমায়
এইডস রোগে পাইলে তোমায়
থাকবে না আর বাঁচার উপায়
নিজে মরবে দেশকে মারবে
এই কথাটি শুনে নাও ॥
পৃথিবীতে লূত জাতি বেহায়াপনায়
আসমানি গজব আসে ধ্বংস হয় সবাই
এইডস রোগও আজ দুনিয়ায় গজবেরই আলামত
বাঁচতে হলে জলদি করে আঁধার ছেড়ে আলো নাও
মন্দ ছেড়ে ভালো নাও ॥