গান: এই জাগরণ ইসলামী জাগরণ
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: আবুল কাশেম


এই জাগরণ ইসলামী জাগরণ
মানবে না শুনবে না কোন যে বারণ
জুলুম নিপীড়ন
দুর্বার এই আন্দোলন তৌহিদী জাগরণ
মানবতার শত্রু যত করবে সব দমন ॥

গাইরুল্লাহর উচ্ছেদে হিজবুল্লাহর আগমন
বাতিলের উৎখাতে প্রচ- আক্রমণ
হুঁশিয়ার সাবধান খোদাদ্রোহী বেঈমান
হুঁশিয়ার সাবধান সত্যের দুশমন ॥

আন্দোলন কখনো থেমে যাবে না
উত্তাল তরঙ্গ বাধা মানে না
শহীদি রক্ত বৃথা যাবে না
তাই তো খোদার পথে এগিয়ে যাব একসাথে
করব কায়েম খোদার বিধান
যায় যাক জীবন ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *