গান: এই পথে যেতে যেতে আমাদের গাঁ । Ei Pothe Jete Jete Amader Ga
কথা ও সুর: মুহিবুল্লাহ

এই পথে যেতে যেতে আমাদের গাঁ
নিম গাছে নীড় বেঁধেছে টুনটুনি ছা ॥

এই গাঁয়ে গাছে গাছে শত শত পাখি
আল্লাহর নাম নিয়ে করে ডাকা ডাকি
আয় ছুটে সোনামনি আয় দেখে যা ॥

গাঁয়ের ঐ পাশে বহে চন্দনা নদী
ছোট বুকে ছোট মাছ চলে নিরবধি
ওযু করে শালিকেরা ধুয়ে যায় পা ॥

এ পারার ও পারার যত সহপাঠি
নামাজের ওয়াক্তে মসজিদে ছুটি
আযানের সুরে মন ঘরে টেকে না ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *