গান: এই সংগ্রাম এই শ্লোগান
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
এই সংগ্রাম এই শ্লোগান
আজ মুক্তির জন্যে সংগ্রাম
জনতার দাবি নিয়ে সত্যের পথ ধরে
মুক্তির জন্যে সংগ্রাম ॥
ঘরে ঘরে দূর্গ গড়ছি
জনে জনে সংগ্রামে লড়ছি
হাতে হাতে শপথের শ্বেত পতাকা
হও হও সামনে আগুয়ান ॥
মিছিলে মিছিলে আজ
শ্লোগান তুলছে জনতা
আবাল বৃদ্ধ যুবা বাড়ছে অবিরত
মুখে মুখে মুক্তির বারতা।
জালিমের উৎখাতে সংগ্রাম
শোষকের বিরুদ্ধে সংগ্রাম
শোষিতের ঘরে ঘরে আনতে হাসি
লক্ষ প্রাণের এ সংগ্রাম ॥