গান: এই সুজলা সুফলা সোনার বাংলা
কথা ও সুর: আবুল কাশেম
এই সুজলা সুফলা সোনার বাংলা
তোমারই দান হে রহমান
মুক্ত স্বাধীন রেখ চিরদিন
রেখ আমাদেরই মান ॥
এই দেশেরই মাঝি মাল্লা
আল্লাহ আল্লাহ বলি
জীবন তরী যায় বেয়ে যায়
বিপদ বাধা ভুলি
ধান কাউনে গোলা ভরে
জুড়ায় মন প্রাণ ॥
ভোরের পাখি উঠে ডাকি
আমার প্রভুর নাম
ঘুম ভেঙ্গে যায় মুয়াজ্জিনের
শুনে মধুর আযান।
শহীদ গাজী ওলী আল্লাহর
এই পুণ্যভূমি
এই মাটিতে শুয়ে আছেন
কত বীর সেনানী
শহীদ তিতু খানজাহান আর
বীর ঈসা খান ॥