গান: এক অনুপম সত্যের সন্ধান
কথা: আজিজুর রহমান
সুর: সংগ্রহ


এক অনুপম সত্যের সন্ধান
তুমি দিয়ে গেছ হে প্রিয় হযরত
আমি ধন্য জীবনে মরণে
হয়েছি তোমার উম্মাত ॥

এক আল্লাহর বান্দাহ আমরা
তুমি প্রথম ওগো বলেছো
আমীরে ফকিরে নাই ভেদাভেদ
বিলাস বিভব তাই দলেছো
তুমি মনের কাবায় থেকো চিরদিন
চাই তোমার শাফায়াত ॥

মহা সাম্যের গান তুমি শোনালে
মানুষে মানুষে দিলে অধিকার
প্রতিবাদ প্রতিরোধ যুদ্ধ
হাতে তুলে দিলে তলোয়ার
তুমি মিথ্যাকে করেছ ছিন্ন
সত্যের দিলে হুকুমাত ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *