গান: একদিন আমি হারিয়ে যাবো | Ekdin Ami Hariye Jabo
কথা: শফিকুল ইসলাম রুবেল
সুর: দিদারুল ইসলাম
একদিন আমি হারিয়ে যাবো
বিষণ্ণ এক সাজে
ফিরবো না আর গাইবো না গান
তোমাদেরি মাঝে।
ভুলবে সেদিন সবাই আমায়
ছাড়বে সকল প্রীতি
আমার এ গান হবে তখন
ধূসর কোন স্মৃতি
আমি কেবল ব্যস্ত রবো
আমার আপন কাজে।
হাজার লোকের ভিড়ে যখন
রইবো না আর আমি
দীনের তরে আমার এ গান
গেয়ো ওগো বন্ধু তুমি
সত্য ন্যায়ের সূর্য আনো
পড়ন্ত এই সাঁঝে।
#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫