গান: একদিন ঠিক আসবে বিজয়
কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
একদিন ঠিক আসবে বিজয়
বিশ্বাসী জীবনের শাশ্বত চেতনার
জানি নিশ্চয় ॥
সংগ্রামী জনতা জাগবেই
শোষকের বিষদাঁত ভাঙ্গবেই
বঞ্চিত মানুষের কাক্সিক্ষত বিজয়ের
উজ্জ্বল রাজপথ হবে নির্ণয় ॥
ইসলামী বিপ্লব আসবেই
মুক্তির উল্লাসে হাসবেই
লাঞ্ছিত জনগণ সবহারা অগণন
দুর্বার দুর্জয় হবে নিশ্চয় ॥