গান: একি উঠলো মাতম দুনিয়ায়
কথা ও সুর: সংগ্রহ

একি উঠলো মাতম দুনিয়ায়
হায় হায় হায় রে হায়
দীনের নবী নূরের ছবি
দুনিয়া থেকে নিল বিদায়
আল বিদা আল বিদা আল বিদা ॥

সূর্য হঠাৎ মাঝ গগনে
পড়ল ঢলে মেঘ সহনে
অশ্রু হয়ে বারিধারা
ঝরল মরু সাহারায় ॥

সারা জাহান আঁধার গলি
চন্দ্র তারা পড়ল ঝরি
বিশ্ব হল দিশেহারা
রাসূলহারা বেদনায় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *