গান: এসো ভাই এসো বোন এসো বন্ধু । Eso Vai Eso Bon Eso Bondhu
কথা: আবু তাহের বেলাল
সুর: গোলাম মাওলা


এসো ভাই এসো বোন এসো বন্ধু
এসো পাড়া প্রতিবেশী
পৃথিবীর যত আত্মীয়তা
ঈমানের বন্ধন দৃঢ় বেশি ॥

এসো সুহৃদ স্বজন সুজন
এসো যত নর-নারী
এসো সত্যের পুরো সাধক
এসো বন্ধু তাড়াতাড়ি
এসো ভুলি বিবাদ বিভেদ
কে আপন আর কে বিদেশি ॥

ঐ শোনো ঐ কোরআনের গান
শোনো মুক্তির আবাহনে
কান পেতে আজ শুনছি আযান
গাইছে নকীব আগমনী।

জীবন বাজি রেখে এসো
এসো যত গোমরাহে
হেরার সমাজ গড়তে এসো
শহীদি ঈদগাহে
এসো নতুন শপথ নিয়ে
যে কাফেলার যে উদাসীন ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *