গান: ফুলের এতো ঘ্রাণ ব্যাকুল করে
কথা ও সুর: তারিক মুনাওয়ার
ফুলের এতো ঘ্রাণ ব্যাকুল করে উদাসী প্রাণ
হিয়া শুধু সুধায়
কার পরশে শেফালিরা এতো সুবাস ছড়ায়
প্রশ্ন করি আমি ওগো ফুল শিউলি
ওগো ফুল শিউলি তোমার সাথে বলো কার মিতালী
তার নাম তার খোঁজ দাও না আমায়
আমার সকলই উজাড় করে
দেবো গো তোমায়
তুমি যদি তা না বলো আমায়
বলবে নিশ্চয়ই শেফালি বেলী ॥
ফুলেরা তোমরা সবই একদল
জানি কিছুই বলবে না
রাতের সাথে নাকি তোমাদের মিতালী
যেমন গড়েছে হাসনাহেনা
গোলাপ জবা জুঁই চামেলি
শিউলি পলাশ টগর জবা চেহেলি
সকল ফুলেরই মৌনতায়
আল্লাহ প্রেমের তান কুহেলি ॥