গোলামীর বিরুদ্ধে | Golamir Biruddhe 
কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
—————————–

গোলামীর বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে
সন্ত্রাসের বিরুদ্ধে
এসো জড়ো হই এসো জড়ো হই
গড়ি প্রতিরোধ ॥

যারা কেড়ে নিতে চায় মায়ের ভাষা
কেড়ে নিতে চায় স্বাধীনতা
তাদের বিরুদ্ধে
এসো জড়ো হই এসো জড়ো হই
গড়ি প্রতিরোধ ॥

যারা শাসনের নামে করে শোষণ
স্বার্থ লোভে থাকে মগন
তাদের বিরুদ্ধে
এসো জড়ো হই এসো জড়ো হই
গড়ি প্রতিরোধ ॥

যারা শিক্ষার নামে করে সন্ত্রাস
মায়ের বুকে ফিরে যায় লাশ
তাদের বিরুদ্ধে
এসো জড়ো হই এসো জড়ো হই
গড়ি প্রতিরোধ ॥

#Onupranon #Saimum 13 #অনুপ্রাণন #সাইমুম ১৩