গান: হাসি মুখের সদকা । Hasi mukhe sadka
কথা:- মল্লিক মাহমুদ
সুর:- আবু রায়হান


হাসি মুখে বললে কথা
সদকা আদায় হয়,
হৃদয় জুড়ে ফেরদাউসের
হিমেল হাওয়া বয়।।

ফুলের মতো সুবাসিত
হলে আচরণ
খুব সহজে জয় করা যায়
সব মানুষের মন।
স্বপ্ন নদীর স্রোতধারা
থাকে গতিময়।।

সারাদিনের কাজগুলো ভাই
হয় যে পরিপাটি
আমলিয়াত শুদ্ধ থাকে
ঈমানটা হয় খাঁটি
দুচোখ জুড়ে ভাসতে থাকে
হেরার পথের নূর
সেই নূরেরই পরশ পেয়ে
কষ্ট যে হয় দূর।
অশেষ অপার রহমধারা
ঢালেন দয়াময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *