গান: হাত পেতেছে এই গুনাহগার
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
হাত পেতেছে এই গুনাহগার
তোমারই দরগায় খোদা
শূন্য হাতে ওগো তুমি
ফিরায়ো না হায় মোরে
ফিরায়ো না হায় ॥
আমার চেয়ে কেউ গুনাহগার
নেই রে কোথাও বান্দা তোমার
দীন ভিখারী আমার চেয়ে
কে আছে কোথায় ॥
তোমার রহম তোমার করম
অথই পারাবার
তোমার দয়ায় ফুল বাগিচা
লৌহ কারাগার।
তুমি ছাড়া কে বা আমার
এ সংসারে আছে রে আর
তুমিও যদি মুখ ফিরাও হে
কী হবে উপায় আমার ॥