হে ঘুমন্ত মানুষ জাগো | He Ghumonto Manush Jago 
কথা: আসাদ বিন হাফিজ
সুর: সম্মিলিত
—————————

হে ঘুমন্ত মানুষ জাগো
ওঠো দাঁড়াও
তারপর সমুখে তাকাও
বিপ্লব তোমাকে ডাকে ॥

এ সমাজ যত হয় ধর্ম বিহীন
অন্যায় জুলুমের হয় যে অধীন
অনাহার হাহাকার ক্রমশ বাড়ে
স্বাধীনতা কাঁদে আজ জীর্ণহারে
তাই মুক্তি চাও তাই শান্তি চাও
তাই জোট বাঁধো যাও সামনে যাও
অন্যায় রুখে দাও সময় হাঁকে ॥

এ কাফেলা হবে জয়ী জেনো নিশ্চিত
আল্লাহ সহায় তার রাসূল যে ভিত
ছোট বড় এইখানে সবাই সমান
স্বাধিকার মুক্তি আর সম্মান
মিলবে শোন শোন দ্বিধা নেই নেই জেনো
যদি প্রাণ যায় তাতে দুঃখ নেই নেই কোন
কাঁধে কাঁধ হাতে হাত কঠিন বাঁকে ॥

#Onupranon #Saimum 13 #অনুপ্রাণন #সাইমুম ১৩