গান: হেরা হতে হেলে দুলে | Hera Hote Hele Dule
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
হেরা হতে হেলে দুলে নুরানী তনু
ও কে আসে হায়
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়
সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা।
তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গম টলমল টলে
খুরমা খেজুর বাদাম জাফরানী ফুল
ঝরে ঝরে যায়।
আসমানে মেঘ চলে ছায়া দিতে
পাহাড়ের আঁসু গলে ঝরণার পানিতে
বিজলী চায় মালা হতে
পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়।
#Amra sei se jati #Saimum 44 #আমরা সেই সে জাতি #সাইমুম ৪৪