গান: হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে | Heremer Bondini Kadiya Dake
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে
তুমি শুনিতে কি পাও
আখেরী নবী প্রিয় আল-আরবী
বারেক ফিরে চাও ॥

পিঁজরার পাখি সম অন্ধ কারায়
বন্ধ থাকি এ জীবন কেটে যায়
চাহে প্রাণ ছুটে যেতে তব মদীনায়
চরণের এই জিঞ্জীর খুলে দাও ॥

ফাতেমার মেয়েদের হেরি’ আঁখি নীড়
বেহেশতে কেমনে আছ তুমি থির।

যেতে নারি মসজিদে শুনিয়া আজান
বাহিরে ওয়াজ হয় ঘরে কাঁদে প্রাণ
ঝুটা এই বোরকার হোক অবসান
আঁধার হেরেমে আশা-আলোক দেখাও ॥

#Amra sei se jati #Saimum 44 #আমরা সেই সে জাতি #সাইমুম ৪৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *