গান: হঠাৎ করে জীবন দেয়া
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
হঠাৎ করে জীবন দেয়া
খুবই সহজ তুমি জান কি
কিন্তু তিলে তিলে অসহ জ্বালা সয়ে
খোদার পথে জীবন দেয়া
নয় তো সহজ তুমি মানো কি ॥
আবেগ সে তো হঠাৎ আগুন
একটু তাতেই জ্বলবে দ্বিগুণ
সেই আবেগে গুলির মুখে
বক্ষ পেতে দেয়া যেতেও পারে
কিন্তু বিবেক দিয়ে কঠিন শপথ নিয়ে
খোদার রঙে জীবন রাঙানো
নয় তো সহজ তুমি মানো কি ॥
ঝড়ের বেগে সাগর দোলে
বানের তোড়ে পাহাড় টলে
এই নিয়মে হঠাৎ করে
একটি বিশাল দ্বীপও জাগতে পারে
কিন্তু ধীরে ধীরে সাধনা করে করে
খোদার রঙে জীবন রাঙানো
নয় তো সহজ তুমি মানো কি ॥