গান: ইসলাম ছাড়া অন্য কিছু মানি না
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: সংগৃহিত

ইসলাম ছাড়া অন্য কিছু মানি না
কোন রাজা-মহারাজার
ধার মোরা কেউ ধারি না ॥

খোদার পথের সৈনিক মোরা
তাই তো কেয়ার করি থোড়া
লোক নিন্দা বাধার বিন্দা
কোনই বিপদ জানি না ॥

ছাত্র যুবক আমরা সবাই
খোদার পথে করছি লড়াই
দেব রে জান দেব না মান
বিপদ বাধা জানি না ॥

বদর ওহুদ খন্দক তাবুক
করেছে ভাই উন্নত বুক
দীনের পথে জেহাদ করতে
তাই তো পিছপা থাকি না ॥

বালাকোট আর কারবালা ভাই
বক্ষে সদা জাগ্রত পাই
বীরের জাতি মাথা পাতি
তাই তো দিতে পারি না ॥

আল কুরআনের ঝাণ্ডা লয়ে
শত দুঃখ কষ্ট সয়ে
আনবো নাজাত মুক্ত প্রভাত
দূর করে ঘোর কালিমা ॥

জনগণের মুক্তি আনবো
সবহারাদের বক্ষে টানবো
সন্তোষ খোদার ছাড়া যে আর
অন্য কিছু চাহি না ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *