গান: ইতিহাস থেকে মোরা জানলাম
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
ইতিহাস থেকে মোরা জানলাম
মুক্তির পথ হলো ইসলাম
কুরআন হাদীস পড়ে বুঝলাম
মুক্তির একই পথ ইসলাম ॥
ঘুরে গেলো যুগের চাকা
তন্ত্রমন্ত্র সবই ফাঁকা
জানতে গিয়ে থমকে গেলাম
রাসূলের পথ ধরলাম ॥
আল্লাহর পথে জীবন বাজি
হয়তো শহীদ নয়তো গাজী
কায়েম করতে খোদার বিধান
সত্য শপথ করলাম ॥