গান: যে দিল সাধের দুনিয়া
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

যে দিল সাধের দুনিয়া
তুমি তারে আছো যে ভুলিয়া।

এ জীবন যেন স্বপন কাচেরই মতোন
চুপিসারে উঁকি মারে নিঠুর মরণ
শোনে না কোন বারণ
মানে না কারো শাসন
এ জীবন নেয় গো কাড়িয়া ॥

জীবনের চাকাখানি বরফের মতোই জানি
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হবে হায়
যে আশা বুকেতে
ছলনার খেলাতে
বাধা পড়ে রিক্তই থেকে যায় ॥

কী হবে প্রাসাদ গড়ে বালুচরে
এসবে নাই পাথেয় শেষ বিচারে
কড়ি না থাকলে সাথে
ঠেকিবে পারঘাটাতে
কী হবে তখন কাঁদিয়া ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *