গান: যেখানে সূর্য হাসে । Jekhane Surjo Hase
কথা: কে এম মুনীর হোসাইন
সুর: গোলাম মাওলা

যেখানে সূর্য হাসে
যেখানে চন্দ্র হাসে
যেথা ভালোবাসা হয় না শেষ
ভুবন মাঝে অতুল সেরা
সে যে আমার বাংলাদেশ ॥

কত নদী নিরবধি কলকলিয়ে ছোটে
ঝিলের জলে ঢেউয়ের তালে
শাপলা শালুক ফোটে
যেথা অসুন্দরের নেই তো পরশ
আছে সুন্দর এক পরিবেশ ॥

মায়াবী রাতের তারা মিষ্টি চাঁদের হাসি
ভোরের ঘাসে শিশির ছড়ায় মুক্ত রাশি রাশি
যেথা কান্না হাসি এক হয়ে যায়
সে যে মায়া মমতারই দেশ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *