গান: জীবন তো একটাই সুন্দর । Jibon To Ekta Sundor
কথা: সংগ্রহ
সুর: ইকবাল হুসাইন

জীবন তো একটাই সুন্দর করে তাকে গড়ো
গড়তে হলে তবে পড়তে হবে
বেশি করে তাই তুমি পড়ো
জীবনটা ছোট নয়, অনেক বড় ॥

নিয়ম মতো চল নিয়ম মতো খেল
নিয়মের বাইরে যেও না
আজকের কাজ তুমি আজকে করো
আগামীর জন্য রেখ না
বিজয়ের হাসি হাসতে হলে
লক্ষ্য পানে তবে এগিয়ে চল ॥

সঠিক কথা বল সরল পথে চল
পাপীদের পড়শী হয়ো না
সকলের আগে হবে নিজকে গড়া
এই কথা কখনো ভুলো না
প্রদীপের মত জ্বলতে হবে
দেখবে যেথা তুমি আঁধার কালো ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *