গান: জিন্নুরাইন তিনি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
জিন্নুরাইন তিনি
সম্পদে সম্ভারে সে সময় সকলের
সেরা ছিলেন তবু দীন কায়েমের লাগি
জীবনের ঝুঁকি যত বেছে নিলেন ॥
গরিব দুঃখীর সেরা দোসর তিনি
রাসূলে খোদার খোদ উসমান গণি
মানুষের দুঃখে বড় দুঃখী ছিলেন ॥
তাহার হৃদয় সে তো আকাশ প্রমাণ
দানের মহিমা সে তো সাগর সমান
জিহাদের আহ্বানে ব্যাকুল ছিলেন ॥