গান: যদি হয় স্বাধীনতা | Jodi Hoy Shadhinota
কথা: মাহফুজ বিল্লাহ শাহী
সুর: দিদারুল ইসলাম
যদি হয় স্বাধীনতা ব্যক্তি স্বাধীন
বলতে স্বাধীন চলতে স্বাধীন
যদি হয় স্বাধীনতা রাষ্ট্র স্বাধীন
রঙ বেরঙে সাজতে স্বাধীন
যদি হয় স্বাধীনতা হাসতে স্বাধীন
নাচতে স্বাধীন, গাইতে স্বাধীন
যদি হয় স্বাধীনতা লড়তে স্বাধীন
গড়তে স্বাধীন, চড়তে স্বাধীন
তবে কেন আমার দেশের চলন ঢাকায়
ভিন দেশীদের যুক্তি স্বাধীন।
যদি হয় নৈতিকতার ন্যায্য কথা
নির্দ্বিধাতেই বলতে স্বাধীন
যদি হয় স্বাধীনতা ভ্রান্তকে কেউ
পথ দেখালে মানতে স্বাধীন
তবে কেন আমার দেশের মানুষগুলো
বলতে গিয়ে আজ পরাধীন।
যদি হয় স্বাধীনতা ধর্মে স্বাধীন
বর্ণে স্বাধীন কর্মে স্বাধীন
যদি হয় স্বাধীনতা পথ ভোলাকে
পথ দেখানো জানতে স্বাধীন
তবে কেন সত্য পথ আর মূল্যবোধের
স্বাধীনতা আজ পরাধীন।
যদি হয় কারো উপর নির্ভরতার
প্রতিদানে পাওনা ধোঁকা
যদি রয় স্বাধীনতার চার দশকেও
ফুটপাথের সব মানুষ ভূখা
তবে কি আমার দেশের মুক্তিকামী
মানুষগুলো সবাই বোকা?
#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫