গান: যদি তুমি দুটি ফোটা দিতে পারো
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
যদি তুমি দুটি ফোটা দিতে পারো
হবে খোদার প্রিয়তম তুমি আরও ॥
কৃত পাপে অনুতাপে
যে ফোটা আসে দুটি চোখে
উপহার দিও তা খোদাকে
প্রেমের শিখা জ্বলবে অধিকতর ॥
যখন পূত প্রেমানলে
লাল ফোটাটি বুকে দোলে
তখন তুমি রণাঙ্গনে
দিও তাহা ঢেলে।
রক্ত রাঙা ফোটা দিলে
দীন কায়েমের পথটি যাবে খুলে
হেরার জ্যোতি উঠবে আবার জ্বলে
আঁধার ভুবন হাসবে যে আবারও ॥