গান: কেঁদে কেঁদে নিরালায়
কথা ও সুর: তারিক মুনাওয়ার
কেঁদে কেঁদে নিরালায়
অশ্রু ঝরাও খোদার তরে
যত পাপ করেছ সারাটি জীবন তুমি
সে অনুতাপে মরে মরে ॥
যে পাপ করে গোপনে কাঁদে
পেতে খোদার মাগফিরাত
তারই তরে রহম করম
ঝরে আহা শুধুই ঝরে ॥
দয়াল নবীর শোন গো বাণী
খোদার খুশি যে জন চায়
সে জন যেন পাপের স্মরণে
নীরবে কেঁদে দু’চোখ ভরে ॥