গান: খয়বর জয়ী আলী হায়দার | Khibar Joyi Ali Hydar
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

খয়বর জয়ী আলী হায়দার
জাগো জাগো আরবার
দাও দুশমন দুর্গ বিদারী
দু’ধারী জুলফিকার ॥

এসো শেরে খোদা ফিরিয়া আরবের
ডাকে মুসলিম ইয়া আলী রবে
হায়দরী হাঁকে তন্দ্রা মগনে
কর কর হুঁশিয়ার ॥

আলবুরুজের চূড়া গুড়া করা
গোর্জো আবার হানো
বেহেশতি সাকী মৃত এ জাতিরে
আবে কাওসার দানো ॥

আজ বিশ্ব বিজয়ী জাতি যে বেহুঁশ
দাও তারে নব কুওত ও জোশ
এসো নিরাশার মরুধুলি উড়ায়ে
দুলদুল আসওয়ার ॥

#Amra sei se jati #Saimum 44 #আমরা সেই সে জাতি #সাইমুম ৪৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *