গান: কী যে মধুর লাগে | Ki Je Modhur Lage
কথা: আবদুল গাফফার
সুর: মশিউর রহমান
কী যে মধুর লাগে কুরআনের সুর
যে সুরে পাগল হয় মুমিনের প্রাণ
সিজদায় নত হয় মহান প্রভুর ॥
পৃথিবীর যত সুর আছে যত গান
আল কুরআনের কাছে সবই নিষ্প্রাণ
কুরআনের সুরে যারা
হয়ে যাবে মাতোয়ারা
তারাই তো পাবে জানি জান্নাতি নূর ॥
জীবনের যত ভয় আছে যত ঘোর
কুরআনের সুরে সুরে হয়ে যায় দূর
কুরআনের রঙে যারা গড়ে জীবনধারা
তারা পায় সন্ধান হেরার আলোর ॥
#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে #সাইমুম ৩৩