গান: কোনো এক শিল্পীর শিল্পে
কথা ও সুর: মোস্তফা শওকত ইমরান

কোনো এক শিল্পীর শিল্পে ভরে আছে পৃথিবী
যার মহিমা বুকে এঁকে
বন বনানী সবুজ সবই
সেই শিল্পীর জন্যে আমার জীবনের সকল গীতিকা
পুষ্প নিয়ে মালিকা ॥

নিঃসর্গ মগ্ন প্রকৃতির দেশে
যেদিকে তাকাই খুঁজে পাই তারে শেষে
মৌন ফুলের বুকে তারই সুধা
কোকিলের গানে তাই স্বরলিপিকা ॥

জীবন নদীরও গিয়ে ওপারে
পাবোই খুঁজে আমি পাবো যে তারে
যে জন চাইবে যা তা যেন পায়
আমি যেন পাই শুধু ফুল বীথিকা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *