গান: কত ঠিকানাহীন মানব শিশু | Koto Thikanahin Manob Shishu
কথা ও সুর: আবদুর রাজ্জাক
ঘুরে পথে পথে
ওরা ঘুমায় গাছের ছায়ার তলায়
পীচঢালা রাজপথে।
কেন পায় না খেতে দু’মুঠো ভাত
পায় না পোশাক তারা
ওদের কী অপরাধ কেন ওরা সব অধিকারহারা।
ওরা নিরন্ন ভুখা থাকে সারাটা দিন ধরে
অনাথ ওরা অবহেলায় কেন উঠছে বেড়ে
শুধু লাঞ্ছনা বঞ্চনা কেন ওদের জীবন ভরা
সারা বিশ্ব জুড়ে অশান্তিরই অগ্নিশিখা জ্বলে
ইসলামেরই আলোর প্রভাত আর যে কত দূরে।
ওদের জীর্ণ মলিন মুখের দিকে চায়না তো কেউ ফিরে
রোদে জ্বলে পুড়ে মরে হাজার লোকের ভিড়ে
কেন পায় না শিক্ষার আলো ওরা
পায় না স্নেহের ছায়া।
#Alor Prova #Saimum 59 #আলোর প্রভা #সাইমুম ৫৯