গান: লাখো শহীদের রক্তের বিনিময়ে । Lakho Shohider Rokter Binimoye
কথা: কে এম মনির হোসাইন
সুর: মেহরাজ মিঠু
লাখো শহীদের রক্তের বিনিময়ে
লালে লাল হলো সবই আজ
তবু কি দেবে না ধরা শ্বেত কবুতর
কবে আসবে বল সুখী সমাজ ॥
যে সমাজে থাকবে না কভু
জুলুম শোষণ আর নির্যাতন
কাঁধে কাঁধ মিলিয়ে চলবে সবাই
হাসি খুশির বানে মন মিশবে মন
শান্তি যদি চাও মুক্তি যদি চাও
গড়তে হবে এক খোদারই রাজ ॥
কান্নাকাটির দিন থাকবে না আর
গাইবে যদি ঐ প্রভুরই গান
সকল বাধা ভেঙে দিয়ে বল
আল্লাহ মহান এক আল্লাহ মহান
কবে আসবে ফিরে শান্তি সুখের দিন
কাক্সিক্ষত সেই স্বপ্ন সমাজ ॥