গান: লাঞ্ছিত মানবতা শংকিত পৃথ্বী আজ
কথা ও সুর: মাসুদ আলী
লাঞ্ছিত মানবতা শংকিত পৃথ্বী আজ
দিকে দিকে দাবানল জ্বলছে
এ আকাশ এ বাতাস
সত্যের মশালের
বাহকের সন্ধান করছে ॥
মুছে তাই আরামের জড়তা
আনো আনো কুরআনের বারতা
তৃষিত এ ধরা আজ কুরআনের শীতলতা
নাহি পেয়ে ধুঁকে ধুঁকে মরছে ॥
ওরে ও নিশানের বরদার
আজি এই রাত্রি ঝঞ্ঝার
তোমাদের আগমনে
উজ্জ্বল প্রভাতের
সূর্য আলোক আশা করছে ॥