গান: মা তোমাকে নিয়ে বুকেরই মাঝে | Ma Tomake Niye Buker Majhe
কথা ও সুর: আবুল আলা মাসুম
মা তোমাকে নিয়ে বুকেরই মাঝে
গড়েছি দুটি চরণ
অনেক কঠিন তাই আমার কাছে
যেমন পাহাড় আরোহন ॥
নইকো শিল্পী আমি নইকো কবি
সুরে এঁকেছি তবু তোমার ছবি
মন মসজিদে তোমায় দেখার লাগি
সাজাই তোরণ ॥
কখনো ভাবিনি আমি যাবে চলে
আমায় এভাবে একা ফেলে
শাওন ঝরা সব স্বপ্ন মাঝে করি
তোমায় বরণ ॥
#Alor Prova #Saimum 59 #আলোর প্রভা #সাইমুম ৫৯