মাগো তোমায় দিলাম কথা | Mago Tomay Dilam Kotha
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
—————————–
মাগো তোমায় দিলাম কথা
মুছো আঁখি ভুলো ব্যথা
তোমার ছেলের রক্ত মাগো
যাবে না বৃথা ॥
এক ছেলে মা হারিয়ে তুমি
হাজার ছেলে পেলে
এক জনের মা ছিলে এখন
সবারই মা হলে
তোমার চোখের পানিতে মা
জাগছে ছাত্র জনতা ॥
জীবন মোদের সঁপেছি আজ
দীনের কঠিন পথে
শহীদি মরণ শুধু
মনের বাসনাতে
স্বপ্ন শুধু দীন কায়েমের
মাগো তুমি জানো তা ॥
#Onupranon #Saimum 13 #অনুপ্রাণন #সাইমুম ১৩